সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (ডুমাশিস) এর নতুন পরিচালনা পরিষদ ২০২৪ গঠনের লক্ষ্যে গত ০৮/০১/২০২৪ খ্রি. তারিখে বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভোটার তালিকা তৈরির জন্য সমিতির অন্তর্ভূক্ত প্রত্যেক বিদ্যালয় থেকে সকল সদস্যদের তালিকা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার বিদ্যালয়ের যে সকল শিক্ষক-কর্মচারী ডুমাশিস এর সদস্য আছেন তাদের তালিকা নিম্নোক্ত ছক অনুযায়ী ২৪/০৩/২০২৪ খ্রি. তারিখের মধ্যে বিদ্যালয়ের প্যাডে প্রধান শিক্ষকের সিল ও স্বাক্ষরসহ হার্ডকপি ডুমাশিস এর কার্যালয়ে এবং সফট কপি dumashis7@gmail.com এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল।
বি.দ্র. : ০৮/০১/২০২৪ খ্রি. তারিখের পূর্বে যে সকল শিক্ষক-কর্মচারী এমপিও ভূক্ত হয়েছেন শুধুমাত্র সেই সকল শিক্ষক-কর্মচারী ডুমাশিস এর ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন।
আরও উল্লেখ থাকে যে, জানুয়ারী ২০২৪ খ্রি. এর একটি এমপিও শীট শিক্ষক-কর্মচারী তালিকার সাথে প্রেরণের জন্য অনুরোধ করা গেল।
No comments:
Post a Comment